যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন ৭ নম্বর দরাজহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে শুকদেবপুর মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৬ সালে অত্র এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ও কিছু ত্যাগী লোকের ১.০০ জমিদানের মধ্য দিয়ে ০১/০১/১৯৬৬ সালে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ২২/ ১১/ ১৯৭২ খ্রিস্টাব্দে ডিডিপিআই বরিশাল কর্তৃক স্বীকৃতি লাভ করে। যার স্মারক নম্বর ১০৭৬৩/৩। পরিবর্তীতে আরও ৫৮ শতক দান সূত্রে প্রাপ্ত হইয়া যশোর শিক্ষা বোর্ড কর্তৃক ১৯৮১ সালে অত্র বিদ্যালয়ে নবম শ্রেণী খোলা হয়, ১৯৮২ সালে দশম শ্রেণীর খোলা হয়। যার স্মারক সংখ্যা নবম শ্রেণী ৩/৪২৮/২২৯৩, দশম শ্রেণী ০৩/৪২৮/২২৯৪।
০১/০১/১৯৮৪ সালে প্রথম বিজ্ঞান শাখা চালু করা হয় যার স্মারক সংখ্যা ০১/৪২৮/৩১৬৬। পরবর্তীতে যশোর শিক্ষোবোর্ড কর্তৃক স্মারক নং ০৩/৪২৮/৫২৪৪ তাং ২২/১২/১৯৮৫ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি নাম পরিবর্তন করিয়া শুকদেবপুর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে এবং ০১/০৯/১৯৮৫ খ্রিস্টাব্দে তারিখে এমপিও ভুক্ত হয়। পরবর্তীতে ০১/০১/২০০০ তারিখে বাণিজ্যিক, ০১/০১/২০০২ কম্পিউটার, ২২/১১/২০১৮ তারিখে কৃষি শিক্ষা বিভাগ অনুমোদন হয়। বিদ্যালয়ের পূর্বপাশে ১৯৯৪ সালে পরবর্তীতে ২০২১ সালে পুনরায় এডিবি এর অর্থায়নে উত্তর পাশে চারতলা ভিত বিশিষ্ট একটি নতুন ভবন তৈরি হয়। ৮৮, যশোর-৪ এর মাননীয় সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায় এর নিজস্ব অর্থায়নে ২০২২ সালে পশ্চিম পাশে আরো একটি দ্বিতল ভবন তৈরি হয়।
বিদ্যালয়ে নিয়মিত সমাবেশ জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন ও শরীরচর্চা করা হয়। সমাবেশে মাদকবিরোধী বক্তব্য, নৈতিকতা শিক্ষা, যৌন হয়রানি বিষয়ে আলোচনা করা হয়। প্রতি বছর এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামের সহিত উত্তীর্ণ হয়।